আমাদের কথা খুঁজে নিন

   

গুলির আওয়াজে ভাবছিলাম লিবিয়ায় হামলাকারী মার্কিন বিমান ভুলে কক্সবাজার চলে এলো কিনা।

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।

কর্মরত হোটেলের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ফুল দিতে গিয়েছিলাম কক্সবাজার শহীদ মিনারে। লাইনে দাড়ালাম ফুল নিয়ে। সাথে হোটেল মালিক এবং কর্মচারিরা। হটাৎ দেখি সবাই ফুল ব্যানার পেলে পালাতে লাগলো।

হুড়োহুড়ি করে পালাতে গিয়ে একজন অন্যজনের সাথে ধাক্কা লেগে আহতও হতে লাগলো। এরপর আমরাও পালাতে লাগলাম। পালাবার সময় প্রচণ্ড গুলির আওয়াজ পাচ্চিলাম। ভাবছিলাম লিবিয়ায় হামলাকারী মার্কিন বিমান ভুলে কক্সবাজার চলে এলো কিনা। যাক কোনমতে পালিয়ে হোটেলে চলে আসলাম।

পরে হোটেল থেকেও অনেকক্ষন থেমে থেমে গুলির আওয়াজ পাচ্চিলাম। ম্যানেজার স্থানীয় পুলিশকে কল দিল ব্যাপারটা জানতে। পুলিশ বললো স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে কক্সবাজার শহর আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। শহর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান গ্রুপ ও সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম গুন্দুর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। শহরের বিমানবন্দর রোডের মাথায় ও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিয়ে দুই গ্রুপই গোলাগুলি করে।

সকালে জানতে পারালাম অনেক প্রবীণ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে যেয়ে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আওয়ামিলিগ কি মানুষকে শান্তিমত স্বাধীনতা দিবসও পালন করতে দিবেনা? এই পাকি জারজ কুত্তাগুলাকে আগামী স্বাধীনতা ও বিজয় দিবসের আগে আটকাইয়ে রাখা হোক। যাতে সাধারন মানুষ শান্তিমত উৎসব পালন করতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.