অবরোধকারীদের বিরুদ্ধে মেহেরপুর পুলিশ সুপার নাহিদুল ইসলামের গুলি করার ফুটেজ ও ছবি ধারনের অভিযোগে গতকাল রাতে দু'সাংবাদিককে তাদের ব্যবহূত কম্পিউটারসহ থানায় নিয়ে যায় পুলিশ।
পরে ৫ ঘন্টা দু'সাংবাদিককে সদর থানায় বসিয়ে রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেও তাদেও ব্যবহূত কম্পিউটার ও ক্যামেরের ফিতা জব্দ করে রেখেছে পুলিশ। অভিযুক্ত দু'সাংবাদিক হলো চ্যানেল আই ও যায়যায়দিন প্রতিনিধি গোলাম মোস্তফা এবং মোহনা টিভি'র প্রতিনিধি আবু আক্তার। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের আটক করে রাত ভোর ৩ টা পর্যন্ত থানায় আটক রাখে পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত সাংবাদিকরা উদ্যোশ্যে মূলকভাবে তার গুলি করার ছবি ধারন করেছিলো।
পরে অভিযুক্ত সাংবাদিককে ছেড়ে দেয়া হয়েছে। তাদের ব্যবহূত কম্পিউটার ও ক্যামেরার ফিতা পরীক্ষা শেষে ছেড়ে দেয়া হবে।
এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাতে আজ যুগান্তর ও চ্যানেল ওয়ান প্রতিনিধি তোজাম্মেল আযমের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা পুলিশ সুপারের আচারনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন গতকাল বিকালে মেহেরপুর সদও উপজেলার বন্দর এলাকায় অবরোধকারীদের সাথে পুলিশ-বিজিবি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনের স্বার্থেই সাংবাদিকরা অবরোধকারী ও পুলিশ-বিজিবি'র সংঘর্ষের ছবি এবং সংবাদ ধারন করে।
পুলিশ সুপারের অভিযোগ সংবাদকর্মীরা উদ্যোশ্যে মূলকভাবে ঘটনাস্থলে এসপি'র গুলি বর্ষনের ছবি ধারন করে তার ব্যাক্তিগত নিরাপত্তাকে বিঘ্নিতকরেছে বলে যে অভিযোগ করে পুলিশ সুপার নির্দেশে দু'সাংবাদিককে তাদের কম্পিউটারসহ পুলিশ তুলে নিয়ে গিয়ে গনমাধ্যমের স্বাধীনতাকে হরন ও হুমকি দিয়েছে। এছাড়াও ঘটনা স্থলে পুলিশ সুপারের মেহেরপুর নিউজের প্রধান প্রতিবেদক সাংবাদিক মজানুর রহমানকে আটকের হুমকি জানানোর তিব্র নিন্দা করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি তুহিন আরন্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, বাংলা নিউজের প্রতিনিধি জুলফিকার আলী কানন, সময়টিভি প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, চ্যানেল আই ও যায়যায়দিন প্রতিনিধি গোলাম মোস্তফা এবং মোহনা টিভি'র প্রতিনিধি আবু আক্তার দেশ তথ্য প্রতিদিন মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, পরিবর্তন প্রতিনিধি সাইদ হোসেন, আমাদেও সময় প্রতিনিধি মীর মাহলায়েল আলী প্রমুখ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।