আমাদের কথা খুঁজে নিন

   

গুলির জবাব গুলি দিয়ে দেওয়াই ভালো

অরুণালোক মূল কবিতাটি লেখকের নামসহ দেওয়া হলো কবিতার শেষের অংশে জবাব আছে। দেশটা রসাতলে গেলো নাজমুল ইসলাম মকবুল দেশটা রসাতলে গেলো চোর ডাকাতের দায় তলাবিহীণ ঝুড়ি আমার দেশটাকে বানায়। । ভোটের আগে জনগনের ধরে হাতে পায় ভোটের পরে তাহার নাগাল পাওয়া বিষম দায়। ।

বস্তা ভরা টাকা দিয়ে টিকিট কিনা যায় কয়েক বস্তা খরছ করে পার্লামেন্টে যায়। । একবার জিতলে চৌদ্দ গোস্টির করে যে উপায় দেশের টাকা বৈদেশ নিয়া ইমারত বানায়। । টাউট বাটপার দালালদেরকে লিডারও বানায় সকল দালাল মিলে আমার দেশটাকে ডুবায়।

। ভালো মানুষ জায়গা পায়না টাউটের ঠেলায় মাহাথিরের মতো নেতা পাওয়া বিষম দায়। । এবার জবাব সত্য কথা ক্যান কও ভাই, জানের কি ডর নাই! জানো না, রাজনীতি করে আমার মিয়া ভাই? তার কবলে পড়ো যদি শুন গো মকবুল কান টাইন্যা লম্বা করবো, ছিঁড়বো তোমার চুল। কওন যায় না গুল্লি কইরা তোমার গুষ্ঠি খতম করবো আমার মিয়া ভাইয়ে, করবা তখন মাতম।

ইসব কতা লেইখ্য না আর, তাগোর গুণ গাও তারা ক্যাডার আঃলীগের; প্রতীক তাগো নাও কিংবা তারা ধানের শিষের বিষের পানি দিয়া মারবো তোমায় বাইত্তে ঢুইকা তোমার ঘরে গিয়া কিংবা তারা শিবির জামাত রগ কাটা এক্সপার্ট মাইনক্যা চিপায় ফালাইয়া খুলবো তোমার নাট গিড়াগাড়ি ভাইঙ্গা দিয়া করবো তোমায় ভোতা ক্যান দিবার যাও তাগো নাকে খামাখাই গুতা? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.