আমাদের কথা খুঁজে নিন

   

আমি পাকিস্থান সর্পোট করি বলে কি আমি রাজাকারের সাপোটার???

আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।

আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে কাউকে যদি বলি আমি পাকিস্থান সার্পোট অনেকে একটু অন্যভাবে তাকায়। বলে রাজাকারের দল করে। আমি একটা বিষয় বুঝি না খেলাম মধ্যে কেন মানুষ যুদ্ধ ঢুকিয়ে দেয় রাজনীতি ঢুকিয়ে দেয়। আমার ব্যাক্তিগত জীবনে স্যার জাফর ইকবাল আমার অনেক প্রিয় একজন ব্যাক্তি।

কিন্তু জাফর স্যার তার কোন একটি বইয়ে বইটির নাম আমার ঠিক মনে পড়ছে না। মনে হয় কোন কলামে লিখেছে যে, খেলায় পাকিস্থান যারা সর্পোট করেন তারা কি একটু ভেবে দেখেছেন ৭১ এ এরা কি করছে। আমি নিজে ঘৃনা করি পাকিস্থানিদের সেই পশুর মত হত্যাকান্ডকে । কিন্তু খেলাম মধ্যে কেন এই জিনিস ঢুকায় আমি বুঝি না। একটা দলে খেলা আমার কাছে ভাল লাগতেই পারে।

তাই না। ভাল লাগতে পারে কোন খেলোয়ার কে। তাই বলে আমাদের কাউর এমন মন্তব্য করা আমি অনুচিত বলে মনে করি। আরত্ত মনে করি এটা আমাদের একটা নিচুমনের পরিচয় দেত্তয়া। যদি আমার তাই করতাম তাহলে কেন পাকিস্তানের খেলোয়ারা আমাদের দেশে আসল।

যদি আমার কেন এখনো সেই ঘটনা মনে রাখতাম তাহলে তো পাকিস্তানের কোন কূটনীতিক সমস্যা আমারা রাখতাম না। খেলোয়ারদের তো বিমানবন্দর থেকে বের করে দেত্তয়া হত। তাই নয় কি?? তাহলে কেন আমারা একটা খেলাম মধ্যে এই ধরনের রাজনীতি ঢুকিয়ে দিব ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.