ব্লগে জয়েন করার পর যতগুলো ব্লগ পড়লাম তাতে কমেন্টস এ প্রায় সবাইকে কথার কাদা ছোড়াছুড়ি করতে দেখলাম। আসলেই কি আমরা মানুষরা এখানে যারা ব্লগ করি বা লিখি তারা কি এতই খারাপ। যারাই এই কাদা ছোড়াছুড়ি করে তাদের কারো ছবি দেখলাম না।
বুঝলাম যে মানুষ তার খারাপ টা সবসময় মনের ভিতর লুকিয়ে রেখে ভালটা বাইরে দেখায়। কখন? যখন শুধু মাত্র তার পরিচয় টা প্রকাশ পাবার সম্ভাবনা থাকে বা পরিচয় প্রকাশ পায়। কিন্তু পরিচয় গোপন করার সুযোগ পেলেই সে তার মাঝে খারাপটা বের করে আনে।
এই মানুষ গুলো যে কোন জাতের তা আজও বুঝে উঠতে পারিনি। কলিযা বলতে কিছু নাই, খালি ব্লগে এসে, যেখানে পরিচয় গোপন করার সুযোগ পায় সেখানেই যা সামনাসামনি বলার মুরদ নাই তাই বলে।
অভিশাপ রইল সেইসব মানুষ নামক অমানুষ দের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।