আমাদের কথা খুঁজে নিন

   

কাদা !

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

মশাই, মুখে যতই বলুন না কেন কাদা এড়িয়ে চলি, কিন্তু মাটির মানুষ আমরা, আর তাই বলেই বুঝি মাটির প্রতি, কাদার প্রতি আমাদের সহজাত, দূর্বার আকর্ষণ। কাদা নিয়ে খেলি, কাদা গায়ে মাখি, কাদা ছুঁড়ি- মাটির মানুষ মাটির সাথে মাখামাখি, মাটিতেই ফিরে আসি। আরে, আগে এভাবে ভেবে দেখেননি কখনও? কি বলছেন গুরু !!!! জলকেলি নয়, নয় মাছাক্কেলিও ....এখনই বরং হয়ে যাক একটা কাদা-কেলি; আসুন তবে দেখে নিই কিছু কর্দমাক্ত আবাল-বৃদ্ধ-বণিতাদের। সেই নার্সারি থেকে শুরু ! আহা! কি আনন্দ কাদাতে-কাদাতে ! রেডি-সেডি....গোওওওওও! খেলা শুরু ! ইয়েসসসস! গাধা নাকি জল ঘোলা করে পানি খায়! আর মানুষ ....? মৃৎশিল্প...! ইয়ে! মানে... !!! এটা আসলে একটি নেপালি উৎসব । প্রতি বছর জাতীয়ভাবেই পালন করা হয় ফসল বোনার সময়কালে। ওরে কাদাই কাদা ! ....ওরে মজ্জাই মজাআআআ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।