আমাদের কথা খুঁজে নিন

   

টোকিও শহরের পানিতে সামান্য মাত্রার তেজস্ক্রিয়তা



আজ জাপান সময় বিকাল ৪টা ২০ মিনিটে ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩নং চুল্লী থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখা গেছে , এক পর্যায়ে সেখানে মেরামত কাজে নিয়োজিত দমকল বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছিল । বিকাল ৪টা ৪০ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রের এক কিলোমিটার দুরত্বে তেজস্ক্রিয়তার মাত্রা ছিল ২৭৪ মাইক্রোসিভার্ট/ঘন্টা । এদিকে আজ রাজধানী টোকিওর ২৩টি ওয়ার্ড এবং নিকটবর্তী কয়েকটি শহরের ট্যাপের পানিতে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে । অবশ্য তেজক্রিয়তার মত্রা খুবই কম । তেজস্ক্রিয়তার মাত্রা হচ্ছে ২১০ becquerels ।

জাপানে একবছরের উর্ধ বয়সীদের জন্য এর অনুমোদিত মাত্রা হচ্ছে ৩০০ becquerels । এক বছরের অনুর্ধ শিশুদের ক্ষেত্রে এর মাত্রা ১০০ । তাই এক বছরের কম বয়সী শিশুদের দুধের বোতল ধোয়া বা দুধ গুলানোর জন্য এই পানি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে । অবশ্য এই পানি সংরক্ষন করে রাখা হলে ৪ দিন এর তেজস্ক্রিয়তার মাত্রা অর্ধেকে নেমে আসবে। এই পানি দিয়ে গোসল বা কাপড় ছোপড় ধোয়ার কাজে ব্যবহার করতে কোন অসুবিধা নেই ।

জাপানের জাতীয় পুলিশ কর্তৃপক্ষ কতৃক নিহতের সংখ্যা ৯৪০৮ জন এবং পুলিশের কাছে নিখোঁজের যে তথ্য পরিবারের সদস্যদের পক্ষথেকে দেওয়া হয়েছে সে মতে নিখোঁজ আছেন ১৪৭১৫ জন । ধারনা করা হচ্ছে পরিবারের সব সদস্য নিহত হওয়ার কারনে অনেক নিখোঁজের তথ্য পুলিশের কাছে দাখিল করা হয় নি । আগামীকাল টোকিওসহ জাপানের অন্যান্য শহরে সিটি কর্পোরেশানের নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য্য করা আছে । আগামী ১০মার্চে অনুষ্টিতব্য টোকিও শহরের সিটি কর্পোরেশান নির্বাচন যথা সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে । ইতিপুর্বে ভুমিকম্প এবং সুনামির কারনে ২২টি শহরে নির্বাচন স্থগিত করা হলেও টোকিও শহরের নির্বাচন পিছানোর কোন সংবাদ এখনো পাওয়া যায়নি ।

ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা সম্পর্কে জানুন জাপানের ফুফুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরন এবং এর প্রতিক্রিয়া সম্পর্কে একটি জাপানী জনপ্রিয় এনিমেশান এখন ইউটিউবে । যিনি এই এনিমেশানটি তৈরি করছেন তিনি খুবই রসিক । এনিমেশানটিতে বিষয় গুলি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে মিল রেখে করা হয়েছে । অনেকের কাছে অশালীন মনে হলেও উদাহরনটি সহজবোধ্য । প্রথমে জাপানী ভাষাতে তৈরি হলেও এখন ইংরেজী সাব টাইটেল সহ দেখা যাবে ।

ফুকুশিমা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা সম্পর্কে জানুন এই বিষয়ে পুর্ববর্তী পোষ্ট সমূহঃ ৭। ভুমিকম্প এবং সুনামি"র নয় দিন পর উদ্বার ৬। দুধ এবং শাকে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে ৫। বিদ্যুৎ কেন্দ্র শীতলীকরনের কাজ পুনরায় শুরু ৪। জাপানি সম্রাটের উদ্বেগ ৩।

চারটিতেই বিস্ফোরণ ঘটেছে ২। আগামী ১৬ই মার্চের মধ্যে ভুমিকম্পের পুর্বাভাস ১। ভুমিকম্প,সুনামি এবং বিদুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর আগামীকাল থেকে লোডশেডিং

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.