আমাদের কথা খুঁজে নিন

   

টোকিও থেকে বাংলাদেশ দূতাবাস সরানোর নির্দেশ



জাপানে ভূমিকম্প ও সুনামির পর পারমাণবিক চুল্লির বিস্ফোরণে তেজস্ক্রিয়তার আশঙ্কায় বাংলাদেশের দূতাবাস ও নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। টোকিও থেকে দূতাবাস দ্রুত দেশটির দক্ষিণাঞ্চলে হিরোশিমায় স্থানান্তর করতে বলা হয়েছে। একই সঙ্গে বিধ্বস্ত শহরের আশপাশের প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে অবস্থান নিতে বলেছে সরকার। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, জাপানে অবস্থানরত ১২ হাজার বাংলাদেশির বিষয়ে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং পারমানবিক শক্তি কমিশন এক সঙ্গে কাজ করছে। তিনি বলেন, জাপানে এ দুর্যোগে বহু প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির প্রাণহানির খবর সরকারের কাছে আসেনি বলে তিনি জানান। জাপান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে দীপু মনি বলেন, দুর্যোগ মূহুর্তে দেশটির পাশে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ। দেশটিতে মেডিকেল টিম পাঠাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, জাপান এ মূহুর্তে মেডিকেল টিমের চেয়ে উদ্ধার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা কামনা করছে। বাংলাদেশ সে বিষয়েও ভাবছে।

উদ্ধার কাজের জন্য একটি টিম গঠন করা হচ্ছে। জাপান থেকে কোনো প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চাইলে মিশন সহযোগিতা করবে বলেও জানান তিনি। জাপানে পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ঘটনার অভিজ্ঞতায় বাংলাদেশে প্রস্তাবিত পারমানবিক বৈদ্যুতিক চুল্লি স্থাপন হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অত্যন্ত সচেতন। নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার সিদ্ধান্ত নিবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.