₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠ এই শহরে অনেক কাল আগে আমার আসা। এখানেই পেয়েছি প্রয়োজনীয় ডিগ্রী জানিনা শিক্ষা কিনা, আর পেয়েছি কর্ম। এই বিশাল শহরে অবলিলায় নিজেকে হারিয়ে ফেলা যায়। আর এই হারিয়ে ফেলাটা আমার কাছে অনেকটা হাইপার-স্লিপেরমত মজার ব্যাপার মনে হয়।
প্রথমেই দ্যা হার্ট অফ টোকিও সিনজুকু, ব্যাস্ততম এলাকার মধ্যে একটা।
এখানকার প্রতিটা রাস্তায় চলে আমার নিরন্তর হেঁটে চলা।
টোকিওতে বা জাপানে সাধারনত হেঁটে চলা লোকেরা সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে আইনগত দিক দিয়ে। এই শহরে একজন বিদেশীর পক্ষে গাড়ি চালানো খুব কঠিন, কারন একবার পথ ভূল করলে ঠিক পথটা খুঁজে পাওয়া বিষন বিড়ম্বনার ব্যাপার, যতই তার কাছে জিপিএস থাকুক।
জাপানে প্রত্যেক শহরে সামারের শেষে ফায়ার-ওয়ার্ক হয়ে থাকে। এটা এখানকার জনগনের কাছে বেশ উৎসবের ব্যাপার।
স্থানিওরা সেই দিন ট্রেডিশনাল পোষাক পরে ফায়ার-ওয়ার্ক স্পটে আসে। দিন তারিখ আগে থেকেই নেটে জানিয়ে দেওয়া হয়। মূল ইভেন্টটা চলে ১ ঘন্টার মত ননস্টপ।
দ্যা সাইলেন্ট মঙ্ক অন দা ফায়ার, বাট বিহাইন্ড দা শেডো
এবার জাপানের কিছু ট্রেডিশানাল খাবার এবং পরিবেশন রিতী
আমাদের একটা ইন্টারন্যাশনাল পার্টিতে পরিবেশিত সামান্য কিছু
অবশেষে ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস টোকিও ড্রিফ্ট থেকে সাউন্ড ট্রেক
আরও ছবি দেয়ার ইচ্ছা ছিল, কিন্ত ধর্য্য পাচ্ছিনা, অন্য কোন একদিন, যদি আপনাদের আগ্রহ থাকে।
ছবিগুলা দিলাম পিচ্চি পুলা মামুন্যার সৌজন্যে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।