সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
আজ আন্ডারগ্রাউনন্ড ট্রেনে অফিস থেকে ফেরা পথে একটি বিজ্ঞাপন দেখে হাসি পেলো।
একটি জাপানী সুন্দরীর ছবি ও তার নীচে লেখা
'টোকিও টু ফ্র্যোটমানিং'
'ইউর ফুটবল লাইন অফ মিউনিখ'
ফ্র্যোটমানিং হচ্ছে সেই এলাকার নাম যেখানে মিউনিখের নতুন স্টেডিয়াম অবস্থিত।
উদ্ভোদনী ম্যাচটি হচ্ছে এই স্টেডিয়ামেই। সে টিকিট পাইনি, এমনকি এমন কাউকে চিনিও না, যে এ টিকিট পেয়েছে।
তবে একটা খেলার টিকিট পেয়েছি।
ইংল্যান্ড বনাম ট্রিনিদাদ ট্যোবাগো। খেলাটি হচ্ছে নুরনবার্গে। 160 কিলোমিটারের দুরে। তাতেই আমি খুশী। সমর্থনের প্রশ্নেও কোন সমস্যা নেই।
ট্রিনিদাদ ট্যোবাগো । ইংল্যান্ড জার্মানীর পরেই আমার সবচে অপছন্দের দল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।