আমাদের কথা খুঁজে নিন

   

কয়েক টুকরো বদনাম!

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

পৃথিবীতে আজব কিসিমের মানুষ আমরা সবাই। এই আজব কর্মকান্ডের মধ্যে একটা হচ্ছে মানুষের ভুল ধরিয়ে দেয়া স্বভাব। আমি মানুষের ভুল পারতপক্ষে ধরানোর চেষ্টা করি না যদি না সিরিয়াস কোন ব্যাপার হয়। যেমন কেউ যদি জর্দার কৌটা মনে করে বোমা ব্যাগে ঢুকায় আমি তাকে বলবোই আপনার ভুল হচ্ছে! আবার অনেকেই পান থেকে চুন খসলেই ধরানোর জন্য ব্যস্ত! উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ যদি মেরুন রঙ কে লাল বলেছে ভুলে তো শুরু হয়েছে! আরেএ! এটা তো লাল না, মেরুন! আবার কিছু মানুষের স্বভাব আছে সর্বদা অন্যদের সন্দেহ করা! আমার এক ফুপু আছে উনি আগে গ্রামে আমার চাচাতো বোনদের সবসময় চোখে চোখে রাখতো যাতে তাদের হাতেনাতে ধরতে পারে। একবার উনি আমাদের বাসায় বেড়াতে আসলো।

আমার বান্ধবী আমাকে চিরকুট লিখেছে, “আজকে আমি আসবো না”। চিরকুট নিয়ে এসেছে ওদের বাসার কাজের মেয়েটা। ফুপু ওর হাত থেকে চিরকুট টা কেড়ে নিয়ে চিল্লাচিল্লি শুরু করলো, আম্মুকে খুঁজতে লাগলো। আম্মুকে দেখেই চিৎকার করে বললো, অমুকের মাশ্টার ওকে চিঠি দিয়েছে! আম্মু বিরক্ত হয়ে বললো, এটা ওর বান্ধবী দিয়েছে! ইদানীং আমার ছোটবোন তার হলের এক মেয়ের সন্দেহের কোপানলে পড়েছে। সে প্রায়ই বিরক্ত হয়ে বলে, দেখ তো! আমি ফেইসবুকে কারো সাথে কথা বললেও সে সন্দেহ করে আবার তোর সাথে ফোনে কথা বললেও সে সন্দেহ করে! একদিন আমাকে ফোনে ধরিয়েও দিল তারপরও তার কৌতুহলী মন যে মানে না! সাইকোলজি সাবজেক্টটার প্রতি আমার কেন যেন হালকা টান লাগে।

যদিও আমি জীবনে একটা ই সাইকোলজি কোর্স পড়েছি তাও খুব সামান্যই! ওখানে একটা জিনিস পড়েছিলাম, লোকাস অফ কন্ট্রোল। যেখানে পড়েছিলাম ২ধরনের লোকাস অফ কন্ট্রোল আছে, ইন্টারন্যাল লোকাস অফ কন্ট্রোল আর এক্সটারন্যাল লোকাস অফ কন্ট্রোল। যাদের এক্সটারন্যাল টা থাকে তারা এটা মনে করে পারিপার্শ্বিক অবস্থার কারণে তাদের ভাগ্য নির্ভর করে। যেমন, তার প্রমোশন না হলে সে মনে করে সে বসকে অমুকের মত তেল দেয় নি তাই তার প্রমোশন হয় নি। অপরদিকে যাদের ইন্টারন্যাল লোকাস অফ কন্ট্রোল থাকে তারা মনে করে তারাই তাদের ভাগ্যের নিয়ন্ত্রক।

তাদের প্রমোশন না হলে তারা নিজেদের পারফরমেন্সের ঘাটতি খুঁজে বের করার চেষ্টা করে। যারা অপরের ঘাড়ে দোষ চাপিয়ে অভ্যস্ত তারা জীবনে কখনো খুব ভাল কিছু করতে পারে না কারণ তারা কখনো তাদের ভুল মেনে নিতে পারে না। ফলে সেই ভুলগুলো শোধরাতে পারে না, সেগুলো থেকে যায়! এ ধরনের লোকদের সম্পর্কে আমরা আড়ালে বলে থাকি, ব্যাটা ঘাউরা! তারা সালিশ মানি তালগাছ আমার টাইপ লোক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।