ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।
আজকাল সামুতে পরে থাকতে ভাল লাগেনা। বিশ্বকাপ উপলক্ষ্যে যেভাবে ফেসবুকের স্ট্যাটাসের মত পোস্ট আসছে তাতে ভাল লাগেনা। তার উপর আজকাল এই লিংক সেই লিংকতো আছেই। আবার একটু আগে দেখলাম একজন একটা নীল সাইটের লিংক দিল।
সামু কি নষ্ট হয়ে যাচ্ছে?
কিন্তু আজ যা হল তা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
বিকেলের ঘটনা। আমি ঘুমিয়ে ছিলাম।
হঠাৎ করেই ফোনের রিংএ ঘুম ভেঙ্গে গেল। ফোন তুলেই দেখি রাজিব ভাইয়ের ফোন।
আজ সকালেই তাকে স্বরণ করছিলাম। আর রাতে তার ফোন। ঘুম নষ্ট হল বলে একটু খারাপ লাগলো। তবুও খুশি হয়েই ফোনটা ধরলাম। কারন তিনি আমার খুজ পছন্দের বড় ভাই।
ফোন ধরে উনি জানতে চাইলেন তুমি কি উবুন্টু ব্যবহার কর না?
জি ভাই করি?
শুন আমার একটু উবুন্টু সম্পর্কে জানতে হবে? এক সপ্তাহের মধ্য হবে না?
কেন রাজিব ভাই?
একটি বিদেশি এনজিওতে চাকুরীর ইন্টারভিউ দিতে যাবো। তারা ওপেন সোর্স ব্যবহার করে। বিজয়ের বদলে অভ্য ব্যবহার করে। তাই এগুলো এখন জেনে যেতে হবে। তাহলে ইন্টারভিউ ভাল হবে।
... আরো অনেক কথা হল।
আমার অনেক ভাল লাগছিল। আমি ওপেনসোর্সকে মন থেকে গ্রহন করেছি বলেই উবুন্টু ব্যবহার করি। পাইরেসীমুক্ত বাংলাদেশ গড়তে এর বিকল্প নেই। তাই চাকুরীতে আজকাল অপেনসোর্স লাগে ভাবতেই ভাল লাগছে।
জয়ন্তু উবুন্টু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।