আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়ী ছুটি পাবেন জেমি সিডন্স

পারিবনা পারিবরা এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার। আমি কিছুই পারিনা চেষ্টায় আছি কিছু পারার কিছু করার যদি খোদা থাকে সাথে। কেউ ফেবুতে ক্যাচাল করতে চাইলে fb.com/kalochita

দেশে যাবেন? না ছুটি নেই। অস্ট্রেলিয়া আসবে, অনুশীলন করাতে হবে। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হার দিয়ে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ।

যদিও বিশ্বকাপ শেষ হবে ২ এপ্রিল ফাইনালের মধ্যদিয়ে। এরপর চার এপ্রিল তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে বাংলাদেশ আসবে অস্ট্রেলিয়া। এই সময়ে অনর্থক ঢাকায় পড়ে থাকার কোন মানে হয় না। কিন্তু সে সুযোগ জেমি সিডন্সকে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জেমির ছুটি হবে স্থায়ী ভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ শেষে।

বাংলাদেশে সাড়ে তিন বছরের চাকরি জীবনের যবনিকা হবে এই অস্ট্রেলিয়ানের। এনিয়ে কোন সন্দেহ নেই। বিসিবি পরিচালক ও বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন এই তথ্য দিয়েছেন। তিনি বলেন,“অন্যদের কি হবে জানি না। তবে জেমি সিডন্সকে রাখা হবে না।

” কথায় কথায় ভেতরের কথাও ফাঁস করে দেন শফিউল আরেফিন। “বাংলাদেশ দলটাকে একটা বলয়ের ভেতরে আটকে ফেলেছেন জেমি। যাচ্ছেতাই করেছেন। তাকে তো রাখার প্রশ্নই উঠে না। ” জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সিডন্স চাকরি নেন ২০০৭ সালের শেষের দিকে।

বাংলাদেশ দল নিয়ে প্রথম সফর করেন নিউজিল্যান্ডে। ওই সফর আশানুরূপ না হলেও ধীরেই উন্নতি করে বাংলাদেশ। যার সুফল পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলাও বড় সাফল্যের মধ্যে পড়ে। এছাড়া ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে সিডন্সের সময়ে।

বাংলাদেশ দল সাফল্য পাওয়াতেই ২০১১ সালের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। ব্যর্থতার পাল্লাও ভারি। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া। ২০০৮ সালে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট এবং একদিনের সিরিজে বাজে ভাবে ধবলধোলাই হওয়া। ওই বছর পাকিস্তান সফরে পাঁচ ম্যাচ একদিনের সিরিজে বাংলাদেশ দলের বিপর্যয়।

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচ একদিনের সিরিজে ধবলধোলাই। আরো অনেক ঘটনা আছে। কোচকে রাখার বিষয়ে অধিনায়ক সাকিব আল হাসানের কাছেও তার মতামত জানতে চাওয়া হয়েছিলো। অধিনায়ক বিষয়টিকে সরাসরি বোর্ডের ওপরে চাপিয়ে দিয়েছেন। সূত্র


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.