A passionate writer
বিদায়ী প্রণাম
- হোসাইন আব্দুল হাই
তোমরা যারা বেঁচে আছ এবং থাকবে
দীর্ঘ যুগ এই সুন্দর ধরাধামে
তাদের জানাই বিদায়ী প্রণাম।
ভুল করে একদিন এ গ্রহে এসে পড়ি
চোখ মেলে দেখি অনেক বাহার
তোমরা রঙের নহরে ভেসে চলেছ।
তোমাদের খড়কুটো ধরে কিছুদিন ভেসেছিলাম
ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছি
দেখি - এ রং নয় - ছিল রক্ত আর পুঁজ।
কারণ জানোয়ার আর মানুষ নিয়ে এছিল স্রষ্টার তামাশা
কীট পতঙ্গ নিয়ে যেমন শিশুদের
তামাশা আর ধ্বংসযজ্ঞে মেতে থাকা।
কারণ ধ্বংস লীলাখেলা কারিগরের কাছে
তিনি গড়তে যেমন আনন্দ পান
ধ্বংস করতেও কিছু কম নয়।
তবে শিশুদের বেলা শেষ হয়, খেলাও শেষ হয়
মহাকারিগরের বেলা যায় না, খেলাও নয়
তোমরা পুতুল, খেলতে থাকো অনন্ত যুগ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।