আমাদের কথা খুঁজে নিন

   

সৌরভের বিদায়ী টেষ্ট আজ শুরু

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

সৌরভ গাঙ্গুলী । আপসহীন স্বভাবের ভারতের এই সফলতম অধিনায়ক তার বর্ণময় আন্তর্জাতিক ক্যারিয়ারের সাহাহ্নে পৌছে গেছেন । ব্যক্তিগত সব অত্বপ্তি আর হতাশাকে ছুরে ফেলে কমলালেবুর শহর নাগপুরে আজ বিদায়ী টেষ্ট খেলতে নামছেন তিনি । আমার এই প্রিয় ও দুঃসাহসী খেলোয়ারটি শেষ টেষ্টে সফলতা পাক , এই কামনা করছি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।