বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরতলীর রামনগর কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন মোমেনা বেগম (৮৪) ও মর্জিনা বেগম (৪৫)। দুজনের বাড়ি ওই কারখানার পাশেই।
আহত আয়েশাকে (৪০) যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলাম করে নির্মাণাধীন ওই কারখানায় ট্রাকে করে মাটি ফেলা হচ্ছিল। সকালে একটি ট্রাক মাটি থেকে কারখানার জমিতে নামানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কলামে সজোরে ধাক্কা দেয়।
এ সময় সেখানে বসে থাকা তিন নারীর ওপর ভেঙে পড়ে কলামটি। ঘটনাস্থলে মৃত্যু হয় মোমেনার। হাসপাতালে মৃত্যু হয় মর্জিনার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।