আমাদের কথা খুঁজে নিন

   

বাতাসে বাজানো গিটার টি-শার্ট

ভালো ..তবে কালো

সম্প্রতি কার্ডিফভিত্তিক দুজন ডিজাইনার এমন একটি টি-শার্টের ডিজাইন করেছেন যে টি-শার্ট পরে এয়ার গিটার বাজালে তা অনলাইনে আপলোড করা যাবে। জানা গেছে, ইতোমধ্যে উদ্ভাবনের কল্যাণে টি-শার্ট ডিজাইনারদের নাম টেক্সাসের এসএক্সএসডব্লিও মিউজিক অ্যান্ড টেকনোলজি ফেস্টিভ্যালের সম্ভাব্য পুরস্কারপ্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছে। খবর বিবিসি অনলাইন-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গিটার টি-শার্টের ডিজাইন করেছেন ওয়ারেন ফভেল এবং লিউক খান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই টি-শার্টে রয়েছে একটি বারকোড।

শার্ট পরে এই বারকোডের ওপর দিয়ে হাত নিয়ে গেলে একটি করে পয়েন্ট যোগ হবে। এই সময় বারকোডের প্রতীকগুলো একটি ওয়েবক্যামের সাহায্যে ধরে রাখা হয়। গিটার বাজানোর সময় হাতের ছায়া আলো বন্ধ করে দেয় এবং সেমতেই পয়েন্ট যোগ হয়। এই প্রযুক্তিটির নাম অগমেন্টেড রিয়েলিটি উইথ এ গিটার প্রিন্ট। ডিজাইনার ফভেল জানিয়েছেন, ব্র্যান্ডের সঙ্গে মিল রাখতে পারবে এই গিটার টি-শার্ট।

আর বিভিন্ন ব্যান্ডের সঙ্গে নিজের বাজানো এয়ার গিটার যোগ হয়ে সঙ্গীতকে আরো উপভোগ্য করে তুলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।