ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
প্রথম সকালের রোদকে দেখে মনে হয় দুপুর
গড়িয়ে গেছে,ঘোলা জলে গাছের ডাল যতবার ডুবে
যায় অর্ধেক ,বার বার বেঁচে ওঠে মনে হয়।
আমি পথের মতো, নদীভাসা পানি উপচে পড়ে
মরে আছে বুকে ,মড়া কাঠে ভাসিযে জীবনে সাজাতে
গিয়ে মাঝে মাঝে সে নায়ের মাঝি বদলায়।
আমি খোলা নৌকায় রোদ।শুকনা মাঠের জীবন।
আমার চুলের কালো জ্বলে গেছে ,লাল চোখ ,
ঘুমের শরীর নেয়ে আছে ঘামে।
আমার সীমান্তে আবেগ,আমার বসন্তে ভাসে রোদ।
দিকের শেষে কালো সন্ধ্যার আলো ,আমি
পাথর-মনের মানুষ,নরম গালে ঝরণার জল।
ছবি: সানসেট উইথ থ্রী বোটস,এরিকা হেরাজো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।