Confusion is a divine entity.......
আমার গান শোনা শুরু হইসে আর পাঁচটা সাধারন মানুষের মতোই। মফস্বল শহরে থাকতাম। টেপ রেকর্ডারে বাংলা ব্যান্ডগুলার গান শুনতাম। বাচ্চু, জেমস, হাসান,মাইলস etc etc.....
আরেকটু বড় হয়া(ক্লাস ৫/৬ এ) শুনলাম ইংলিশ গান। Michael Jackson,,Backstreet Boys, Blue, Boyzone ইহাদের গান শুইনা অনেক নাচানাচি করছি।
কলেজে উঠার সুবাদে ঢাকা আসলাম। এখানে এসে পরিচয় হইলো রক মিউজিকের সাথে। প্রথম প্রথম কানে সয় নাই। ভয় ভয় লাগতো। পরে দেখলাম মজাই লাগে।
ইচছামতো চিল্লা চিল্লি করা যায়। Linkin Park , Nirvana, Audioslave ইহাদের গান শুইনা তথাকথিত মিউজিক লাভারদের দলে শামিল হইলাম।
কিছুদিন পর আরেকটু বুদ্ধিশুদ্ধি হইলে বুঝতে পারলাম যে একটা গানে ভোকাল ছাড়াও গিটারিস্ট, বেজিস্ট নামক চিড়িয়ারা থাকে। তাদের সম্পর্কে জানতে ইচ্ছা হলো। তখন নতুন নতুন নেট পাইসি।
তাই কিছুদিন নেট এ ঘাঁটাঘাঁটি কইরা বুঝলাম ক্লাসিক রক কি জিনিস এবং আক্ষরিক অর্থেই এর প্রেমে পড়ে গেলাম। Pink Floyd, Deep Purple, Led Zeppelin,Eric Clapton এদের গান শুইনা মনে হইলো এগুলাই আসল রক মিউজিক। এইভাবে মিউজিক্যাল ইভোলিউশনের মাধ্যমে একদা খ্যাত স্ট্যাটাস থেকে আমার আপগ্রেড হইলো। যদিও একটু দেরিতে
পিংক ফ্লয়েড এর গান শুনে বোধ হয় সব টীনেজারেরই তার ছিরে যায়। আমারো তাই হইলো।
একদিন নেট এ খোঁজাখুজি করতে গিয়া তাগো The Wall এলবামের Comfortably Numb গানটা শুনলাম। শুনে আক্ষিরিক অর্থেই স্থব্ধ হয়া গেলাম। তারপরও কথা আছে। গানটার শেষে একটা ভয়াবহ গিটার সলো আছে। শুনলে হাত পা সব অবশ হয়া যায়।
তার উপর গানটা শুনেছিলাম রাত তিনটার দিকে। সলোটা শুনে মনে হইসিলো আমিই বোধ হয় Comfortably Numb হয়া গেসি। জানতে পারলাম গিটারিস্ট লোকটার নাম ডেভিড গিলমোর। আরো কয়েকটা গান শুনে বুঝলাম গিলমোর গিটার জগতের এক বিশাল মামা। কি ইলেকট্রিক , কি অ্যাকুস্টিক , কি হাওয়াইয়ান সব ধরনের গিটার প্লেয়িং এ সে Feelings এর বন্যা বইয়ে দেয়।
তারপর দুই বছরে অনেক রক গান শুনছি। কিন্তু ডেভিড গিলমোরের মতো এতো ফীলিং নিয়া কাউকে বাজাতে শুনি নাই। তার প্রতিটা note,bend, sustain এ অনুভূতির বন্যা বয়ে যায়। এক গানস এন রোজেস এর চ্ল্যাশ ছাড়া আর কেউ এতো ফীল নিয়া গিটার বাজায় বলে আমার মনে হয় না। অথচ Rolling Stone Magazine তারে রাখসে ৮২ নাম্বারে।
Rolling Stone Magazine এর মুখে ঝ্যাঁটার বাড়ি
যাই হোক আমার দুই তিন বছরের সীমিত Rock experience থেকে মনে হয় Comfortably Numb এর মতো দু্র্দান্ত গিটার সলো আমি আর শুনি নাই এবং ডেভিড গিলমোরের মতো মিউজিশিয়ান কমই আছে। গিটারে টেকনিক্যালি অ্যাডভান্সড অনেক পাবলিক আছে , কিন্তু তাদের বাজনায় এতো প্রাণ নাই।
আরেকজন ফেভারিট Mark Knopfler কে নিয়া পুস্টাইতাম কিন্তু আর সাহস পাইতাসি না। সো আজকে এখানেই ক্ষ্যামা দিলাম.......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।