আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েস্ট ইন্ডিজ Vs ইংল্যান্ড ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজকে নিয়া অতিরিক্ত লাফালাফি)



ওয়েস্ট ইন্ডিজ Vs ইংল্যান্ড ম্যাচ আজ। ম্যাচ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে পত্রিকাগুলোর অতিরিক্ত লাফালাফি যে হল তার ফলাফল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌছায় কে জানে সবাই তো মনে হয় ওয়েস্ট ইন্ডিজকে এত শক্তিশালী ভাবছে যে খেলা শুরুর আগেই আজকের ম্যাচে গেইলের ও পোলার্ডের কাল্পনিক ঝড়ো সেন্চুরি করাইয়া ওয়েস্ট ইন্ডিজ জিতিয়ে দিচ্ছে আমি বলি,আশা করা ভাল,কিন্তু এত লাফালাফি করা না আবার শেষমেষ বুমেরাং হয়ে দেখা দেয়।প্রত্যাশার বেলুনটা যথাযথ সীমার মাঝে থাকলে বোধহয় আজকের ম্যাচ শেষে খুব বেশি হতাশায় পুড়তে হবে না আমিও চাই ওয়েস্ট ইন্ডিজ জিতুক,আর বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনালে উঠার পথ সহজ হয়ে যাক,কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে শক্তিমত্তায় অনেক ( সাম্প্রতিক পারফরমেন্স ও আগের পারফরমেন্স অনুযায়ি) এগিয়ে রয়েছে ইংল্যান্ড:যেমন: -ইংল্যান্ড ,ওয়েস্ট ইন্ডিজের সাথে সর্বশেষ ৫ ম্যাচের ৪ টিতে জিতেছে -ইংল্যান্ড রাংকিং এ ৫ নং এ রয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৮ নং এ -ইংল্যান্ড এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মত দলের সাথে অতি অল্প রান(মাত্র ১৭১) করে জিতেছে -ইংল্যান্ড ভারতের সাথে ৩৩৮ রানের ম্যাচে রান চেজ করে ড্র করেছে যদিও তারা হেরেছে আয়ারল্যান্ড ও বাংলাদেশের সাথে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ কি করেছে??বাংলাদেশ ছাড়া খুব প্রতিষ্ঠিত দলের সাথে তারা কিছুই করতে পারেনি, -জিতেছে গ্রুপের আইসিসি রাংকিং এ তাদের নিচে থাকা বাকি ২ দলের সাথে। -তাদের উপরে থাকা দক্ষিন আফ্রিকার সাথে তারা নাকানি-চুবানি খেয়েছে।ওয়েস্ট ইন্ডিজ করেছে মাত্র ২২২ রান যা দক্ষিন আফ্রিকা মাত্র ৩ উইকেটেই করে ফেলেছে। বিশ্বকাপ শুরুর আগেই সবাই জানত ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ পারফরমেন্স হলে এমনই হবে।কারোরি আশা করা উচিত না যে তারা নিশ্চিত দক্ষিন আফ্রিকা,ভারত বা ইংল্যান্ডের সাথেও একই পারফরমেন্স দেখাবে।যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা,কি হবে তা বলা মুশকিল-এটুকু মেনে নিতেই হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.