টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। লঙ্কানদের সংগ্রহ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান।
জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ১৬১ রান।
আজ সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
পঞ্চম আসরের বিশ্বকাপে এ ম্যাচে শ্রীলঙ্কা দলের হয়ে খেলছেন- কুশল পেরেরা, তিলকারত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরামান্নে, সেক্কুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, সাচিত্রা সেনানায়েক, রঙ্গনা হেরাথ ও লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)।
ক্যারিবীয় দলের হয়ে খেলছেন ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), অ্যান্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, স্যামুয়েল বদ্রি ও ক্রিস সানতোকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।