আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ১৭৯ রান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এ বিশাল সংগ্রহের মুল কারিগড় গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করা গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তান্ডব থামান স্যামুয়েল বদ্রি। ১১.৩ ওভারে দলীয় শতকের কোঠায় পৌঁছার পরই ম্যাক্সওয়েল বদ্রির বলে ক্যাচ তুলে দেন ডোয়াইন ব্রাভোর হাতে।

এর আগে নবম ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ক্যারিবিয় অধিনায়ক ড্যারেন স্যামির থেকে ১৬ রান তুলে নিলেও পরের ওভারে আঘাত হানলেন মারলন স্যামুয়েলস।

ইনিংসের ৯.৩ ওভারে তিনি ফেরান ১২ বলে ১২ রান করা অসি অধিনায়ক জর্জ বেইলিকে। এ সময় দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৭ রান।

ইনিংসের ৫.৪ ওভারে সুনীল নারাইনের বলে মাত্র ২ রানে স্ট্যাম্পড হন তিনি। তারও আগে ইনিংসের পঞ্চম ওভারে এসে দ্বিতীয় সাফল্য তুলে নেয় ওয়েষ্ট ইন্ডিজ। এবার স্পিনার স্যামুয়েল বদ্রি বোল্ড করে সাজঘরে পাঠাান বিপজ্জনক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে।

এ সময় অসিদের দলীয় সংগ্রহ ছিল ৪.৫ ওভারে ২ উইকেটে ৪১ রান। ওয়ার্নার মাত্র ১৪ বলে ৪ চারে ২০ রান করেন। দলীয় ৩৪ রানের মাথায় অ্যারন ফিঞ্চ ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ১৬ রান করে মারলন স্যামুয়েলসের বলে বোল্ড হন।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বের গ্রুপ ২ এর খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ২০ ওভার  ১৭/ (ম্যাক্সওয়েল ৪৫, হজ ৩৫, ওয়ার্নার ২০, ফিঞ্চ ১৬, ফোকনার ১৩, বেইলি ১২, নারাইন ২/১৯, স্যামুয়েলস ২/২০, বদ্রি ২/৩৭)

অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্রাড হজ, জেমস ফোকনার, ব্রাড হাডিন, মিশেল স্টার্ক, জেমস মুয়িরহেড ও ডুগ বলিঞ্জার।

ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডন সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন সামি, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রি ও ক্রিসমার সান্তোকি।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.