সকল প্রকার জাগতিক গেঞ্জাম থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টায় রত একজন মানুষের ব্লগ.......
একটু একটু করে এগিয়ে আসছে অন্তিম সময়
সে আসে ধীরে, তবু ক্ষণিকের মোহে মনে হয়,
অনাদিকাল এক ফুঁৎকারে উড়ে যায়
তবু আমার এই জীবন শেষ হবার নয় ।
বুঝেছিলে, কি শুনে চিরতৃপ্তি পাবে আমার এই তৃষ্ণার্ত মন
তাই বলেছিলে, আমায় চাও সারাটা জীবন ।
মিছে বলবো না, শুদ্ধতম ছিল সেই আনন্দের স্ফুরণ
মেকী ছিল না ঠোঁটের কোণে আমার সেই নিশ্চুপ হাসি ।
নিশ্চিতরূপেই জেনেছিলে, ভালোবাসি বড় বেশি ভালোবাসি ।
সময়ের প্রয়োজনে,
মিথ্যে বলে না কোনজনে ?
ইহকালের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে,
মহামানব বিনে,
মিছে ? সে তো বিস্ফোরিত হয় অগ্নুৎপাতের উদ্গিরনে ।
ছিল আদৌ কোন কারণ ?
সত্যের কাঠফাটা রোদের আড়ালে
মিথ্যের ছায়ায় আমায় শীতল করার কুটিল সেই আয়োজন ?
কেটে যায় দিনগুলি,
স্মৃতির কাগজের পাতলা পাতায়
ঘুণে ধরে খায় ।
পাথরে ক্ষোদিত তোমার স্মৃতি,
সে কি মুছে ফেলা যায় ?
তবু এগিয়ে যাই ,
আমি হারবো না,
আহত এই আত্নার অন্তিম যাত্রায় ।
খোদা সাক্ষী,
তোমার কোন স্থান নেই
আমার হৃদয়ের অসীম আঙ্গিনায় ।
১৭ মার্চ ২০১১
শাহরিয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।