আমাদের কথা খুঁজে নিন

   

অন্তিম নিবেদন

ভাবতে বুকে হয় যেন
রক্ত ক্ষরণ
হলো বুঝি এই আমার
অকাল মরণ।

হাজার বন্ধু ফেসবুকে
বিশ্ব ভুবন ভর
বন্ধু ছাড়া বাসর হবে
অন্ধ কুপের ঘর।

দেখি নি বন্ধু তোদের
তবু আপন জন
ফেসবুকে লেখা কথায়
ভরে নিরে মন।

নেটে ঢুকে বন্ধুদের
দিস তোরা খবর,
খবর ওদের না দিয়ে
দিস নারে কবর।

ঢাকা
৬ মার্চ ২০১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।