সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
অন্তিম আকুতি
কোথাও শ্বাসের শব্দ নেই
কোথাও হাওয়ার ছন্দ নেই
ধ্যান মুদ্রায় সৃষ্টি চরাচর
নিকষ নিস্তব্ধতা নেমেছে এখানে
হৃদয়ের স্পন্দন থেমেছে এখানে
নিশ্চুপ গাঢ় নিস্তব্ধতা
শ্মশানের চির নিরবতা
অনন্ত শুন্যতার আবহ
সারা প্রাণ জুড়ে নেমেছে এখানে
হৃদয়ের স্পন্দন থেমেছে এখানে
দুর্বার ডগার শিশির ঝরার
কিংবা শুষ্ক পত্র ঝরার শব্দ
শোনায় অক্ষম শ্রুতিযন্ত্র
সর্বগ্রাসী এক মৌণতা জমেছে এখানে
হৃদয়ের স্পন্দন থেমেছে এখানে
অস্তিত্ত্বের সকল বাকশক্তি
চেতনায় বহমান প্রাণশক্তি
চিরতন্দ্রার গহ্বরে সবই
নিথর মূক হয়ে আজ দমেছে এখানে
হৃদয়ের স্পন্দন থেমেছে এখানে
দু’টি চোখ তবু খোলা থাকে
অন্তিম আকুতি যেনো হয়না বিলীন
চোখের পরে ওই চোখ রেখে
ভাষার বিনিময় যেনো রয় চিরদিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।