http://www.somewhereinblog.net/blog/Paranoid
বাড়াবাড়ি কম করেন
ঠিকমত নড়েন চড়েন
এলাকায় নতুন যারা
লোকাল সঙবিধান পড়েন।
নতুন আইছেন বুঝাই যায়
আমগো চৌখ এড়ানো দায়
খাতির কৈরা ডাইকেন বস
সিঙ্গারাতে দিমু সস্ ।
আইসা পড়ছেন বিড়ি লন
মুখবন ক্যান কথা কন!
আমরা পোলা খারাপ না
এলাকায় পুরা নিয়ন্ত্রণ।
কেমুন দেখলেন এলাকা আজ?
প্রয়োজনে দিয়েন আওয়াজ
লোকালবয়দের বাহিনী
ডরায়না কুনো কাহিনী।
খাতির দিলেই গজায় শিং?
আমরা বহুৎ ডেয়ারিং
যদি করেন ইভটিজিং
যন্ত্রপাতি সাথে রাখি
হিসাব রাখিনা বাকি
আমরা যারা লোকাল বয়
রক্ত দেইখা খাইনা ভয়
তাই কই,
বাড়াবাড়ি কম করেন
লোকাল সঙবিধান পড়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।