গতদিন একটা সংবাদ দেখে অবাক হলাম । যখন দেশের বিভিন্ন এলাকায় ( পুরাতন জেলা সমুহ ) পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রীতিমত আন্দোলন চলছে ঠিক সেই সময় পার্বত্য জেলা রাঙ্গাঁমাটিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে কিন্তু আদিবাসী স্হানীয় নেতাদের বিরোধীতার মুখে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম প্রায় বন্ধ হয়ে আছে। আদিবাসী নেতারা আসলে কি চায়? জনম জনম ধরে সেখানকার অধিবাসীদের সাথে বিদ্যমান যেই রাজা-প্রজা সম্পর্ক চলে আসছে, ইচ্ছা মত প্রজাদের শোষন করছে তার চলমান ধারা যেন যুগ যুগ ধরে বহমান থাকে। প্রজারা যেন শিক্ষিত ও আধুনিক হয়ে তাদের রাজা-প্রজা সম্পর্কের ব্যতয় না ঘটে সে জন্য সেখানে শিক্ষা ও সভ্যতার প্রসার ঘটাতে চায়না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।