একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
শোক দিবসে এতো গান-বাজনা কেনো?
শোকদিবসটাকেতো উৎসবের দিন বলে মনে হচ্ছে!!!
কয়েকদিন আগে আওয়ামীলিগের প্রতিষ্ঠাবার্ষিকির দিন রিক্সায় করে কাকরাইল যাচ্ছিলাম। আজিমপুর বাসস্টান্ড ক্রস করছি। সামনে তাকিয়ে দেখলাম পলাশির মোড় থেকে একটা মিছিল এদিকে আসছে. . . একটা ছোটো ট্রাক এর মতো ছিলো, যার উপরে সাউন্ড সিস্টেম রাখা হয়েছিলো। খুব জোরে একটা গান বাজছিলো। কান পেতে শোনার চেষ্টা করলাম। "জুম বারাবর, জুম বারাবর" টাইটেলে হিন্দি একটা গান আছে, সেটাই বাজছিলো. . .। সম্ভবত মাসখানেক আগের নতুন রিজিল পাওয়া কোনো হিন্দি মুভির গান হবে হয়তো........... ভাবলাম ভালোভাবেইতো প্রতিষ্ঠাবার্ষিকি পালিত হচ্ছে. .!!
আজ অনেক জায়গায় এলাকার ছেলেপেলেরা সাউন্ড সিস্টেম পেয়ে "জুম বারাবার" গান ছাড়তে না পেরে মনে মনে বেশ ক্ষুব্ধ হয়েছে. . . তাদের ক্ষমতা থাকলে অবশ্যই ছাড়তো!
তারা উৎসব আর শোকের পার্থক্য মনে হয় একটু কমই বোঝেন. . .
তাদের আর দোষ দিয়ে লাভ নেই! আমাদের নেত্রীই বা কতটা বোঝে?
অর্থনৈতিক মন্দাবস্থায় এলাকায় এলাকায় কাঙ্গালীভোজ. . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।