এলাকার ভাবিরা যেন বক পায়রা
পারেনা শুধু উড়তে,
সংসারে মন নেই করে শুধু ধেই থেই
চাই শুধু ঘুরতে।
এলাকার ভাবিরা খুব বেশী বেয়াড়া
থাকেতে চাইনা ঘরে,
সারাদিন টং টং সেজে গুজে মারে ঢং
চোখে চোখ মারে।
এলাকার ভাবিরা করে চোখ ইশারা
বুঝিনা কি মানে,
মরি হায় লজ্বায় কার কি আসে যায়
মারে শিষ সমানে।
এলাকার ভাবিরা দেখে ভাবে কবিরা
পায়না ভেবে কূল,
দেখনা চোখ খুলে লাজ শরম সব ভুলে
প্লাবন জাত কুল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।