আমাদের কথা খুঁজে নিন

   

আঁধার আসুক

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

পথ চলতে একলা বাঁকে হয়তো কোথাও মিষ্টি সূরে একমনেতে কোকিল ডাকে ভাববো যে তোর কথা , যে পথেতে অজানাতে আকাশ মেশে মিষ্টি হেসে ভালবাসার চাঁদনী রাতে করবো গোপন ব্যাথা । অথবা সেই একলা পাহাড় চায় ছুঁতে চায় আকাশ সে নীল একমনেতেই ভাবনা তাহার ভাবছে সারাবেলা , নদীর বুকে ঢেউয়ের মতন যায়না গোনা জলের কনা তেমনি আছে দুঃখ গোপন বৃথাই ছেলেখেলা । সেই কখোনো রাত্রি গহীন বুকের ভেতর জমাট ব্যাথা অশ্রুকনা চোখেই যে লীন তোকেই ভেবে ভেবে , চাইনা আলো চাইনা মায়া চাইনা তেমন বাঁধন কোন চাইনা যে তোর ছায়া আঁধার আসুক নেবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।