আমাদের কথা খুঁজে নিন

   

বন্দিদের জন্য ঈদের সকালে সেমাই, দুপুরে ইলিশ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবারের ন্যায় এবারো বন্দিদের জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ঈদের দিন সকালে কারাগারে সব বন্দিদের দেয়া হবে সেমাই ও মুড়ি। প্রতিজন বন্দি ৩০০ গ্রাম সেমাইয়ের সঙ্গে পাবেন ৭০ গ্রাম মুড়ি।
দুপুরে থাকবে সাদা ভাত, আলুর দম ও ইলিশ মাছ। যদি ইলিশ মাছের ব্যবস্থা করা না যায়, তাহলে রুই মাছ দেয়া হবে বলে জানান কারাধ্যক্ষ।
এছাড়া রাতে থাকবে ২৫০ গ্রাম পোলাও, গরু অথবা খাসি অথবা মুরগির মাংস, ডিম, সালাদ, পানীয়, ফল ও চমচম।
কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের নতুন পোশাক দেয়া হবে বলে কারা কর্মকর্তা রফিকুল জানান।
রোজায় প্রতি বন্দিকে ৪০ গ্রাম ছোলা, দুটি করে জিলাপি, পেঁয়াজু, খেজুর এবং ৩০ গ্রাম করে মুড়ি দেয়া হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.