বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত এই দিনে কারাবন্দিদের কণ্ঠে সমস্বরে ধ্বনিত হলো কালজয়ী অমর একুশের গান, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। ”
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে কখনো বরিশাল কেন্দ্রীয় কারাগারে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়নি।
১৩ বছর ধরে কারাবন্দি কয়েদি আলমও জানালেন তার কারাজীবনে তিনি এই অনুষ্ঠান আর হতে দেখেননি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কারা অভ্যন্তরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
অনুষ্ঠানে বক্তা ও শিল্পীর ভূমিকা পালন করেন বন্দিরা।
শামসুল আলম ছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন বন্দি মতিউর রহমান, রফিক মোল্লা।
কারাগারের শালিসকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহীদুল আলম, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার কাজী হোসনে আরা ও কারাধ্যক্ষ শামিম ইকবাল।
আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন বন্দি হিংমাসু স্বর্ণমত।
কারাগারের বাইরেও বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহরের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
প্রথমে শহীদ বেদিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।
এরপর একে একে শ্রদ্ধা জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ খান, বিভাগীর কমিশনার নূরুল আমীন, ডিআইজি আব্দুর রহিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শামসুদ্দিন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক বিমল কৃষ্ণ মজুমদার, জেলা প্রশাসক শহীদুল আলম, পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ।
প্রথম প্রহরেই শহীদ মিনার অভিমুখে নানা বয়সের, শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে শহীদ বেদিতে হাজির হন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা।
সকাল সাড়ে ৯টায় বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।
বেলা ১১টায় মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও পুলিশ লাইনস মাঠে রক্তদান কর্মসূচির আয়োজন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, যাতে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার শামসুদ্দিন ও উপ-পুলিশ কমিশনার এটিএম মুজাহেদুল ইসলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।