ফিলিস্তিনি বন্দিদের চতুর্থ দলটিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইজরায়েল। ফিলিস্তিন আন্তর্জাতিক সংস্থাগুলোতে যোগ দেওয়ার চেষ্টা অব্যাহত রাখায় দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। খবর আলজাজিরার।
ইজরায়েলের আইনমন্ত্রী ও সরকারের পক্ষে প্রধান মধ্যস্ততাকারী জিপি লিভনি’র এক মুখপাত্র বৃহস্পতিবার জানান, ইসরায়েল সরকার যখন ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে, তখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৫টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পত্রে স্বাক্ষর করছেন।
তিনি আরও জানান, ফিলিস্তিন এ কার্যক্রম থেকে সরে না এলে তাদের বন্দিদের মুক্তি দেওয়া হবে না।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সিদ্ধান্তকে বন্দিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি রক্ষায় ইজরায়েলের ব্যর্থতা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থায় যোগদানের সঙ্গে বন্দি মুক্তির কোন সম্পর্ক নেই।
ইজরায়েল সরকারের এ নতুন সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানে না বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইজরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় মধ্যস্ততা করছে।
এর আগে ইজরায়েল চার ধাপে ১০৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
এর বিনিময়ে ফিলিস্তিন চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘে সদস্যপদ লাভে সকল কার্যক্রম স্থগিত রাখতে হবে বলে শর্ত দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।