বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলা পৌনে ৩টার দিকে দেলোয়ার মারা যান বলে তিনি জানান। অসুস্থ দেলোয়ারকে গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছিলেন।
তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
তার মেয়ে দেলোয়ারা হোসেন পান্না বুধবার দুপুরে সিঙ্গাপুর থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অবস্থার অবনতি ঘটায় তার বাবাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
পান্না জানান, অবস্থার উন্নতি ঘটলে দেলোয়ারকে সোমবার হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। কিন্তু বুধবার সকালে রক্তচাপ দ্রুত কমে যাওয়ায় তাকে আবার আইসিইউতে নেওয়া হয়।
সিঙ্গাপুরে নেওয়ার আগে ঢাকায় স্কয়ার হাসপাতালে দেলোয়ার চিকিৎসাধীন ছিলেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় পাশাপাশি বেশ কিছু রোগে ভুগছিলেন বিএনপি মহাসচিব।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫০ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।