আমাদের কথা খুঁজে নিন

   

খোন্দকার দেলোয়ারের বাসায় সংসদ থেকে চাল-ডাল নেয়ার ফর্দ

আমার ফ্যাক্টরি

২০০৫ সালের ১৪ এপ্রিল চিপ হুইপের (খোন্দকার দেলোয়ারের) ব্যক্তিগত সহকারীর সই করা একটি চাহিদাপত্র অনুযায়ী ১. আড়াইমণ কাটারীভোগ চাল ২. ৩০ কেজি পোলাওয়ের চাল ৩. ৩০ কেজি আটা ৪. ৩৫ লিটার সয়াবিন তেল ৫. ৩ কেজি ঘি ৬. ১৫ কেজি মসুর ডাল ৭. সাড়ে সাত কেজি বুটের ডাল ৮. সাড়ে সাত কেজি মুগের ডাল ৯. ১৫ কেজি পেয়াজ ১০. সাড়ে সাত কেজি রসুন ১১. সাত কেজি আদা ১২. ১৫ কেজি চিনি ১৩. ৫ কেজি সুজি ১৪. সাত কেজি চিড়া ১৫. সাত কেজি মুড়ি ১৬. ৫ কেজি চানাচুর ১৭. ১৬ প্যাকেট নুডুলস ১৮. ডানো তিনটা (বড়) ১৯. ওভালটিন দুটি ২০. মালটোভা দুটি ২১. আমের আচার তিনটি ২২. কমলার জুস ২৩. দুধ (কনডেন্সড) সাতটি ২৪. ৬ কেজি টোষ্ট বিস্কুট গরম মসলাসহ ৩৭ রকমের সামগ্রী সংসদ ভবনের ক্যাফেটেরিয়া থেকে পাঠাতে বলা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.