আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের প্রতি খোন্দকার দেলোয়ারের চ্যালেঞ্জ

দেশের ভাল মন্দ দেখার দায়িত্ব আমাদেরই...আসুন দেশটাকে সুন্দর করি।

গত ৯ মাসের দুঃশাসনে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে উল্লেখ করে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সাহস থাকলে জনপ্রিয়তা যাচাইয়ে কয়েকটি আসনে নির্বাচন দিয়ে দেখতে পারেন জনগণ আপনাদের সাথে আসছে কি না। তিনি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকার জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করায় যে নাটক শুরু করে বর্তমান আ'লীগ সরকার মামলা ও নির্যাতনের মাধ্যমে বাকিটুকু মঞ্চায়ন করছে। গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। যুবদলের সভাপতি বকরত উল্লাহ বুলু এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, মির্জা আববাস, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, দফতর সম্পাদক রুহুল কবির রিজভী, বিএনপি নেতা কবির মুরাদ, আবদুল আলিম মৃধা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, আব্দুস সালাম আজাদ, আশিয়া আসপিয়া পাপিয়া এমপি, নাজিম উদ্দিন মাস্টার, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলিম প্রমুখ।

সমাবেশে আগামীকাল সারাদেশে গয়েশ্বরের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। খোন্দকার দেলোয়ার বলেন, শেখ হাসিনা বারবার বলেছে, গত তত্ত্বাবধায়ক সরকার তাদেরই লগি-বৈঠার আন্দোলনের ফসল। আ'লীগের ষড়যন্ত্রের কারণেই জরুরি অবস্থায় সরকার এসেছিল। তিনি বলেন, তারই ফলে তত্ত্বাবধায়ক সরকার আ'লীগকে ক্ষমতায় এনেছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতো তাহলে আ'লীগ ক্ষমতায় আসা তো দূরের কথা সামান্য কয়েকটি আসন নিয়ে বিরোধী দলে থাকত।

গত তত্ত্বাবধায়ক সরকারের মূল এজেন্ডা ছিল জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করা। দলের নেত্রী ও জনগণের দৃঢ়চেতার কারণে তা সফল হয়নি। এখন বর্তমান সরকার তাদের অসমাপ্ত কাজ করছে। কারণ বিএনপি থাকলে তারা দেশবিরোধী কোন কাজ করতে পারবে না। সরকার তাদের প্রভুদের খুশি রাখতে ব্যর্থ হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ৯ মাসে তারা দেশ পরিচালনায় ব্যর্থ। নির্বাচনী ওয়াদা বাদ দিয়ে তারা এখন বিএনপি'র নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নিপীড়ন করছে। তিনি বলেন, দেশের বারটা বাজিয়ে ডিজিটাল বাংলাদেশ করা কখনো সম্ভব নয়। তিনি আরও বলেন, আ'লীগের চরিত্র হচ্ছে, তাদের নিজেদের লোকেরা যখন সত্য কথা বলে এখন তাকে হেনস্থা করে। এমনকি হত্যারও হুমকি দেয়।

আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণ ডিজিটাল কারচুপির সরকারকে আর দেখতে চায় না। এ সরকার জাতীয় স্বার্থ পরিপন্থী সরকার। তারা বাংলাদেশকে পার্শ্ববর্তী একটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। মির্জা আশ্বাস বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারকে খুশি করতেই আ'লীগ বিএনপি নেতাদের গ্রেফতার করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে দলের নেতাদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন করা হবে।

তখন সরকার পালানের পথ পাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.