বরখাস্তের পর বুধবার সকালে তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন।
বরখাস্তকৃতরা হলেন- জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল কাজী এবং কনস্টেবল মনিরুজ্জামান ও আব্দুর রাজ্জাক।
এসপি আব্দুল বাতেন বলেন, হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ওই তিন সদস্য মঙ্গলবার রাতে রাজেন্দ্রপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন।
“এ সময় ঢাকাগামী পণ্যবাহী বিভিন্ন যানবাহন থামিয়ে চাদাঁবাজি করার সময় পুলিশ হেড কোয়ার্টারের একটি পরিদর্শন দল তাদেরকে ধরে ফেলে।”
বিষয়টি জানার পর পুলিশ সুপার আব্দুল বাতেন তাদেরকে সাময়িক বরখাস্ত করেন।
অভিযুক্তদের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আব্দুল বাতেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।