আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে চাঁদাবাজি! লাশ দাফনেও তা দাবি!!

ইচ্ছে করে হারিয়ে যাই তোমার সীমানায়

মরণের পরেও রক্ষা নাই। নেই কোন শান্তি এদেশের মাটিতে ওপারে গিয়েও। নারায়ণগঞ্জ থেকে লাশ দাফন করতেও চাঁদা। না হলে আরও লাশ। এমন হুমকি দিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে শোকার্ত স্বজনদের ওপর।

এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পিঠালীপুর কবরস্থানে। আহতদের নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ও এলাকাবাসী জানান, ফতুল্লা কুতুবপুরের মুন্সিবাড়ির মো. আলী মাদবরের স্ত্রী হেলেনা বেগম মারা যান শনিবার। তার লাশ দাফন করতে স্বজনরা পার্শ্ববর্তী পিঠালীপুল এলাকার কবরস্থানে নিয়ে যান।

কবর খোঁড়ার এক পর্যায়ে পিঠালীপুল এলাকার সন্ত্রাসী আহাম্মদ, সানাউল্লাহ, শাহ আলম, বাদল, নুর ইসলামসহ ১০-১৫ জন তাদের কাছে চাঁদা দাবি করে। সন্ত্রাসীরা লাশের সঙ্গে আসা স্বজনদের জানায়, কুতুবপুরের মানুষকে পিঠালীপুলে কবর দেয়া যাবে না। কবর দিতে হলে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা ও কবর খোঁড়ার খুন্তি দিয়ে পিটিয়ে মৃতের আত্মীয় শামীম (২৮), শাকিল (২২), রিফাত (১৮), আলী হোসেন (২৮), মোক্তার (২৭), মোমেন (২৫) ও জজ মিয়া (৫৫)-কে আহত করে। আহতদের চিৎকারে কবরস্থান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় সুত্রঃ মানবজমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.