পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
সাল্লুম সিমান্তে আপাতত নতুন কোন খবর আসার সম্ভাবনা নেই। স্মরনার্থিদের সাথেও মোটামোটি কথা বলা শেষ।
সবকিছু প্ল্যান মোতাবেক হতে থাকলে আগামিকাল থেকে দুটি করে চার্টার ফ্লাইট বাংলাদেশীদের নিয়ে রওনা হবে বাংলাদেশের উদ্দেশ্যে।
তাই আমরা আজ রওনা হচ্ছি আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে।
আলেকজান্ড্রিয়া শহড় সাল্লুম থেকে ৫০০ কি.মিটারের দুরত্ব। আজ রাত ওখানেই কোন হোটেলে অবস্থান করে কাল সকালে চলে যাব বিমান বন্দরে। সেখান থেকে কিভাবে যাত্রিরা বিমানে উঠছেন, চলে যাবার মুহুর্তে তাদের প্রতিক্রিয়াই বা কি এবং বিগত দিন গুলোতে তাদের কষ্টের সৃতিগুলো সাথে তাদের অভিজ্ঞতা গুলো জানতে চেষ্টা করব।
শনিবার কোন ক্রমে যদি ফ্লাইট মিস হয়ে যায় তা হলে আবার আমরা সাল্লুম ফিরে আসব।
আপাতত এরকম পরিকল্পনা নিয়ে আমরা রওনা হচ্ছি, তবে বাংলাদেশের খেলা খুব মিস করব।
খেলার আপডেট স্কোর যদি কেহ এসএমএস করে জানান খুব খুশি হব।
০০২০১০ ২৫০ ৬৫৩০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।