প্রযুক্তি ভালোবাসি আরও ভালোবাসি ফটোগ্রাফি যদিও ভাল একটা ক্যামেরা নাই ;(
আগে বিসিবির এর একটি সাধারণ সমস্যা ছিল অতিরিক্ত দল বিন্যাস। যার ফলে কেউ খারাপ করলে তাকে দল থেকে বাদ দিয়ে নতুন কাওকে সুযোগ দেয়া হত। ফলে দলের মধ্যে নতুনদের আসা যাওয়া লেগেই থাকতো। কিন্তু সমস্যা ছিল দলের নিজস্ব balance টা গড়ে উঠার আগেই অনেকেই বাদ পরে যেত। যেটা দলের জন্য কখনো ভাল হত না
এখন আসি বতর্মান অবস্তায়।
বাংলাদেশ ক্রিকেট এ এখন মধ্যম শক্তির একটি দল । কিন্তু দুখেঃর বতর্মানে ধারাবাহিকভাবেও খারাপ খেললে দল থেকে কিছু খেলোয়াড় বাদ পরে না। দল জিতলে হয়তো উইনিং কম্বিনেশনের কথা বলা হয় কিন্তু হারলে?????
দলের অভিজ্ঞ খেলোয়াড়রা যেন বিরাগভাজন। একজনের কথা উল্লেখ না করে পারছি না। ঘরোয়া লিগ এ ধারাবাহিক পারফরমেন্স ও অভিজ্ঞতা কিছুই পারছে না নির্বাচকদের মন গলাতে।
হা আমি "শাহরিয়ার নাফিস" এর কথা বলছি।
দল নির্বাচনে পারফরমেন্স ও অভিজ্ঞতা দুটিই প্রয়োজন। বড় দল্ গুলোর দিকে দেখলে আমরা এর সত্যতা পাব। দলকে লুজিং কম্বিনেশনে রাখলে দলের পারফরমেন্সে প্রভাব পরবে বলে আমার বিশ্বাস। দল মত নির্বিশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দল নির্বাচনে স্বচ্ছতা আশা করছি।
এটা আমার ব্লগার হিসেবে প্রথম পোষ্ট। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।