আমাদের কথা খুঁজে নিন

   

সেলিব্রিটি নিউজ: সিয়েনা মিলার - জেমি ক্যাম্পবেল ও বনি রাইট - ভিক্টরিয়া বেকহ্যাম

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
কাব্বালাহ ধর্মে দীক্ষিত হলেন সিয়েনা মিলার অভিনেত্রী সিয়েনা মিলার পপ সম্রাজ্ঞী ম্যাডোনার পথ অনুসরণ করলেন। সিয়েনা এবার কাব্বালাহ ধর্মে দীক্ষিত হলেন। ইতোপূর্বে ম্যাডোনা তারকাদের মধ্যে এই ধর্মে বিশ্বাস স্থাপন করেছিলেন। কাব্বালাহ মূলত ইহুদি ধমের একটি বিশেষ আধ্যাত্নিক সংষ্করণ। মিলার কাব্বালাহ বিশ্বাসীদের ব্রেসলেটটি পড়েছেন।

তিনি নিউইয়র্কে কাব্বালাহ সেন্টারের মিটিংয়েও যোগ দিয়েছেন। মিলার তার বন্ধুদের জানিয়েছেন তিনি ইহুদি ধর্মের এই রহস্যময় রূপটি সম্পর্কে আরো জানতে চান। সিয়েনা মিলারের এক বন্ধু জানিয়েছেন, মনে হচ্ছে সিয়েনা মোহগ্রস্থ হয়ে পড়েছে। উল্লেখ্য, কাব্বালাহ একটি হিব্রু শশ্দ, যার ইংরেজি প্রতিরূপ রিসিভিং যা বাংলায় দাঁড়ায় 'গ্রহণ করা'। টুইলাইট ও হ্যারি পটার তারকার বাগদান টুইলাইট তারকা জেমি ক্যাম্পবেল ও হ্যারি পটার অভিনেত্রী বনি রাইটের এনগেজমেন্ট হয়েছে বলে জানা গেছে।

জেমি বনিকে বিয়ে করতে প্রস্তাব করেছেন শুনে জেমির কাছের মানুষরা নাকি রীতিমতো অবাক হয়েছেন। সূত্র জানিয়েছে, জেমি ক্যাম্পবেল ও বনি রাইটের মধ্যে দেখা হয়েছিল একটি মুভির শুটিংয়ে। জেমি বনিকে দেখেই তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তারপর তারা দুজনই একে অপরের প্রেমে পড়ে যান। জেমি যখন বনিকে বিয়ের কথা বলেন, রাজি হয়ে যান বনি।

জেমি ও বনি বাফটা (BAFTA) অ্যাওয়ার্ডসে নিজেদের সম্পর্কের কথা শিকার করেছিলেন। তারা সেখানে লাল গালিচায় হেঁটেছিলেন হাতে হাত ধরে। এবার জীবনসঙ্গী হিসেবে দুজন দুজনার হাত ধরতে যাচ্ছেন। লেখকরূপে ভিক্টরিয়া বেকহ্যাম সাবেক 'স্পাইস গার্লস' গায়িকা ভিক্টরিয়া বেকহ্যাম তার ফ্যাশন বিষয়ক সব উপদেশ শেয়ার করতে প্রস্তুত। তিনি আয়রন ম্যান টুয়ের তারকা অভিনেত্রী জিনেথ প্যালট্রোর (৩৭) লাইফস্টাইল নিউজলেটারের জন্য কাজ করবেন।

প্যালট্রোর ওয়েবসাইট ও সাপ্তাহিক নিউজলেটারে ফ্যাশন বিষয়ক কলাম লিখতে রাজি হয়েছেন ভিক্টরিয়া। অনেকদিন ধরে তাদের মধ্যে এই ব্যাপারে আলাপ হচ্ছিল। প্যালট্রোর জন্য কলম ধরবার আগে বর্তমানে ভিক্টরিয়া ফ্যাশন কালেকশনের জন্য পোশাক ডিজাইনের কাজ করছেন। তিনি এর আগেও বেশ কিছু জিন্স ডিজাইন করেছিলেন। এবার জিনেথ প্যালট্রোর নিউজলেটারের আগামী সংখ্যায় আমরা ভিক্টরিয়াকে লেখকরূপে পেতে যাচ্ছি।

________ সাইফ সামির/শোবিজ/বাংলাদেশ প্রতিদিন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.