প্রথমেই আমার প্রশ্ন যারা আমার দেশের স্বাধীনতার সময় এর বিরোধীতা করেছিল দেশ স্বাধীন হবার পর পরই কেন তাদের বিচারের মুখোমুখী করা হলো না?? তারপর কেন এখনও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে সাধারন মানুষের মনে দ্বিধা?? দেশের জন্য সব বিলিয়ে দিয়েও কেন প্রকৃত মুক্তিযোদ্ধারা রাজাকারদের চেয়ে লক্ষগুন বেশী মানবেতর জীবন যাপন করছে?? যে লক্ষ্য নিয়ে মানে অর্থনৈতিক, সামাজিক মুক্তির সেই কাঙ্খিত উদ্দেশ্য কেন এখনও বাস্তবায়িত হচ্ছেনা?? কেন আমরা বার বার দুর্র্নিতিতে চ্যাম্পয়িন হই যেখানে সঙ্খাগরিষ্ঠ সাধারন মানুষ দুর্র্নিতি করেনা?? স্বাধীনতার এতো বছর পরও কেন আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে তর্কবিতর্ক করি?? কেন একটি স্বাধীনদেশে এখনও আইনের শাসন মানে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলোনা?? কেন অভাবের কারনে চুরি করে ধরা পরলে আমরা তাকে গনধোলাই দিয়ে মেরে ফেলি কিন্তু, শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লুট হবার পরও নাম প্রকাশ করতে ভয় পাই??কেন আমাদের সমর্থনে নির্বাচিত জনপ্রতিনিধিগন তাদের নিজেদের সেবক না মনে করে নিজেকে মালিক মনে করে?? কেন তাদের জন্য আমাদের রাস্তায় জ্যামের মধ্যে তাদের নির্বিঘ্ন চলাচলের জন্য অপেক্ষা করতে হয় তারা আমাদের সেবক হওয়া সত্বেয়?? কেন আমার দেশের সাধারন কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক দাম পায়না, লাভবান হয় মধ্যসত্তভোগীরা?? কেন বেশরিভাগ মানুষ আধুনিক প্রযুক্তির সেবা থেকে বঞ্চিত, আর যারা পায় তারা সঠিক ব্যবহার না করে অপব্যবহারেই বেশী আগ্রহী?? কেন আমরা দেশ কে ভাল না বেশে দল কে বেশী ভালবাসী?? দেশের ভাল বা নিজের পরিবারের ভাল না ভেবে কেন শুধূ দল বা ব্যক্তি জন্য নিজের জীবনের ঝুকি নিই?? আমার মনে এ রকম হাজারো প্রশ্ন ভিড় করে মূর্খ মানুষ তাই হয়তো উত্তর পাইনা, আপনারা জ্ঞানী মানুষ তাই আপনাদেন কাছে প্রশ্ন করলাম, উত্তর জানা থাকলে দিয়ে ধন্য করবেন। কারন আমি বুঝি না একজন মানুষ যে অপরাধী তার শাস্তি হয়েছে বলে নিজের জীবন বিপন্ন করে নিজের পরিবার পরিজনের কথা না ভেবে নিজের বসবাসে স্থানের চরম ক্ষতি করে প্রতিবাদ করে কি লাভ?? আমরা কেন বুঝি না আমার অনুপস্থিতিতে আমার পরিবারকে কেউ দেখবেনা আর কেউ দেখেও না। তাহলে এসব করে লাভ কি?? দেশ একটা পরিবারের মত পরিবারের অশান্তি যেমন কাম্য নয় দেশে বিশৃংঙ্খলাও তেমন কাম্য হতে পারেনা। তবে কেন আমারা এসব করছি, আমি জানি না কবে জানবো তাও জানিনা.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।