মুখ খুলেছেন শেখ হাসিনা । বলেছেন, আব্দুল জলিল আওয়ামীলীগের
উপদেষ্টা মন্ডলীর সদস্য। দল থেকে টিকিট নিয়ে এম পি হয়েছেন।
এখন তিনি বলছেন , নবম সংসদ নির্বাচন ছিল আঁতাতের নির্বাচন।
তা হলে তিনিও কি কারচুপি করে এম পি হয়েছেন ?
তার আগে পদত্যাগ করা উচিৎ ছিল।
তার পর তিনি এসব বললেন না কেন ?
২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে এক সংবর্ধনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।
হাঁ, প্রশ্নটা আমারও । সন্দেহ নেই , জলিলের উপর সরকারী খড়গ নেমে
আসছে সহসাই ! সে আভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই ।
হঠাৎ করে শেখ রেহানার প্রতি ক্ষেপলেন কেনো জলিল ?
শেখ হাসিনার ছায়া হয়েই ছিলেন শেখ রেহানা, এই চলমান জাতিসংঘ
অধিবেশনে।
ইনভেষ্টরদেরকে নিয়ে যে সভা হলো , তার মডারেটর ছিলেন সজীব ওয়াজেদ জয়।
প্রখর তেজ লক্ষ্য করলাম জয়ের কথায়, কাজে।
হাঁ, প্রস্তুতি নিচ্ছেন দুজনেই - রেহানা এবং জয়।
এই প্রস্তুতি রাজনীতির।
এই প্রস্তুতি আগামীর বাংলাদেশের।
স্বাগতম - শেখ রেহানা।
স্বাগতম - সজীব ওয়াজেদ জয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।