আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! কিছু দিন আগে এক সহকর্মীকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা মানুষ হরতাল, অবরোধ আর মিছিলে কেন যায়? সেই সহকর্মী উত্তর দিয়েছিল, আপনি অফিসে আসেন কেন///////? বললাম, মাস শেষে টাকা পাই, তার জন্য। তাহলে ওরাও টাকার জন্য যায়। সহকর্মীর উত্তর। ..আচ্ছা তাহলে এই যে, রাজপথ অবরোধ করে এক দলের নৈরাজ্য, জ্বালাও পোড়াও, আর তা প্রতিরোধ করার নামে অপর দলের আরেক দফা জনগনকে ভোগান্তিতে ফেলা। এর সব কিছুই কি শুধু টাকার জন্য, ক্ষমতার জন্য..?? আমি বোকা মানুষ, বুঝি কম , তবে এটা বুঝি এই দেশের মানুষ কত বোকা, তানাহলে, কেবল অন্যের কথায়, অসত পথে চলার পথ মসৃণ করতে প্রকা্শ্যে মানুষ খুন, গাড়িতে আগুন, আর সব অচল করে দিয়ে দেশকে পিছিয়ে দিতে পারে না। আমি সব সহজ ভাবে দেখি, তাই হাসিনা আর খালেদার পার্থক্য বুঝিনা। দুই জনই দেশের মঙ্গল চায়..! তাহলে তারা কেন এই জ্বালাও পোড়াও করে...! প্রশ্নটা সহজ আর তার উত্তরওতো জানা..!! ওরা দেশের প্রকৃত মঙ্গল চায়না, চায় ক্ষমতা,...!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।