এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
আমার একদিন ছুটি দরকার ,শুধুই একদিন।
আর্ন লিভ নয় ,সিক লিভো নয় ;
গভার্নমেন্ট আ্যপ্রুভ ছুটিও নয় ,
একদম নির্ভেজাল সদ্যজাত ছুটি।
আমার ভীষন ছুটি দরকার ।
বছর দশেক হয়ে গেছে সমুদ্র দেখতে গিয়েছিলাম ;
অনতু-বিনতুর বয়স তখন চার আর ছয়।
নিজের জন্যে কি গিয়েছিলাম !বায়না ছিল ওদের।
"এই পানিতে নামিস না ",
"এগুলো নেয় না বাবা,ঢাকায় গিয়ে কিনে দেব । "
"উফ ,এখানে্ খাবারের যা দাম !"
বিয়ের পরে ওটাই ছিল মধুচন্দ্রীমা !!
কর্তা সাহেব সেই খরচ আজো গুনছেন।
আমি কিন্তু অতো দূর যাবো না ,
অতো টাকাও আমায় গুনতে হবে না।
শুধু ছোট্ একটা ছুটি দরকার ,শুধুই একদিন।
অনতুর স্কুল বন্ধ ,বিনতুর কলেজ বন্ধ।
সাহেবেরোতো ছুটি আছে সপ্তাহ ঘুরে দুদিন।
তবে আমার কেন ছুটি মেলে না ?
ঠিকে ঝিও বললো কালই -"বেতনটা দিয়েন ,বাড়ী যামু । "
অবাক হয়ে প্রশ্ন করি -"দুমাস আগেও না বেরিয়ে এলে ?"
কপোট চোখে উত্তর করে -"আমাগো কি শখ আল্লাদ নাই!"
সত্যিইতো !জবাব শুনে নিজেকেই বোকা লাগে ।
পাশের ফ্ল্যাটের মিলি ভাবি হঠাৎ দুপুরে হাজির ।
জিঞ্জেস করি -"আজ আপনার অফিস নেই ?"
"নারী দিবসে আমাদের হাফ ডে অফিস থাকে"।
"এতো গিফট কে দিল ভাই ?"
"আমাদের বস ভীষন ভালো ,মেয়েদের সে উৎসাহ দিয়ে আসে "
আমার কেবল ছুটিই দরকার ,উপহার না পেলেও চলবে।
আ্যপ্লিকেশন কার বরাবর করবো তাই ভাবছি।
ছেলের বাপ কে কি বলবো গিয়ে -"আজ রান্নাটা তুমিই করো
আমি একটু ঘুরে আসি "।
কেন যাবা -কোথায় যাবা হাজার খানেক প্রশ্ন
একটুও কি ছাড়বে পিছু ,দ্বিধায় মন যে কাঁপে।
ছেলে -মেয়েকে বলবো গিয়ে -
আজ নিজের পড়া নিজেই কর ,আমি একটু আসছি।
মুক্তি পেয়ে অন্ধ হয়ে খেলায় মাতবে জানি।
পরীক্ষা ফেলের দায়ভারটা আমার উপরি পড়বে।
তবু আমি ছুটি পেতে চাই -
দশ দিনো না ,সাত দিনো না ;
একটা দিনের ছুটি । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।