আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্টের বিরুদ্ধে ফতোয়া জারির হুমকি আমিনীর

নাজমুল ইসলাম মকবুল

সুত্রঃ প্রথম আলো ২০০১ সালে হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় আপিল বিভাগ বহাল রাখলে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিরুদ্ধে ফতোয়া জারি করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। তবে কী ফতোয়া দেওয়া হবে, সেটা তিনি এখনো ঠিক করেননি। তিনি দাবি করেছেন, ফতোয়া নিয়ে শুনানি করার অধিকার আদালতের নেই। আজ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুফতি আমিনী। এদিকে ফতোয়াবিরোধী রায় নিয়ে আপিল বিভাগে শুনানি উপলক্ষে আজ সকালে হাইকোর্টের সামনে মানববন্ধন করার চেষ্টা করে মুফতি আমিনীর নেতৃত্বাধীন আরেক সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।

তবে পুলিশ তাঁদের দাঁড়াতে দেয়নি। সেখান থেকে ৪৭ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। হাইকোর্টের ফতোয়াবিরোধী রায়ের বিরুদ্ধে আপিলকারীদের একজন মুফতি আমিনীর দলের নেতা মুফতি মো. তৈয়্যব। হাইকোর্টের যদি ফতোয়া নিয়ে শুনানি করার অধিকার না থাকে, তাহলে কেন এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেন, ‘আমরা আইন মেনে আপিল করেছি।

’ এটা স্ববিরোধিতা হলো কি না—জানতে চাইলে তিনি আবার বলেন, ‘আপিল করেছি প্রচলিত নিয়মে। কিন্তু শুনানির অধিকার হাইকোর্টের নাই। ’ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখলে কী করবেন—জানতে চাইলে আমিনী বলেন, ‘হাইকোর্টের বিরুদ্ধে ফতোয়া দিব। ’ কী ফতোয়া দেবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তখন দেখা যাবে। ’ সংবাদ সম্মেলনে চারদলীয় জোটের শরিক এই নেতা দাবি করেন, সরকার নারী উন্নয়ননীতিতে নারীদের সম্পদে সমান অধিকার দেওয়ার যে নীতি গ্রহণ করেছে, সেটা কোরআনবিরোধী।

কোরআনবিরোধী কোনো কিছু তাঁরা মেনে নেবেন না। ধর্মভিত্তিক দলগুলো নানা সময়ে বলেছে, নারি নেতৃত্ব হারাম। এমনটি হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতা মেনে তাঁর সঙ্গে জোট করছেন কীভাবে—জানতে চাইলে মুফতি আমিনী বলেন, ‘এই প্রশ্নটা এইখানে না, রাজনৈতিক মিটিংয়ে কইরেন। ’ চারদলীয় জোট নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাসায় জিয়াউর রহমানের একটি ভাস্কর্য ছিল। সেটি এখন গুলশানে খালেদা জিয়ার ভাড়া করা বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

জোটের নেতার বাসায় ভাস্কর্য রাখার বিষয়টি কীভাবে দেখছেন—জানতে চাইলে আমিনী বলেন, ‘এই প্রশ্নটা করা ঠিক হয়নি। আমরা মূর্তির বিরুদ্ধে না। তবে মুসলমান মূর্তিপূজা করতে পারবে না। ...জিয়াউর রহমানের ভাস্কর্য আমি পছন্দ করি না, ভালোও বাসি না। কিন্তু তাঁর স্মৃতি রাখার জন্য হয়তো রাখছে।

’ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.