আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতির জাল..........

ছোট প্রাণ ছোট ব্যাথা, ছোট ছোট দুঃখ কথা.......

অনুভূতির জাল হুমায়ূন আজাদ কে নিয়ে অনেক বিতর্ক আছে। কারো কাছে তিনি ধর্মদ্রোহী,নাস্তিক। তবে যাই হোক,উনার মেধাকে আমি সম্মান করি। উনার কিছু লেখা ভালো লেগেছে,কিছু খারাপ লেগেছে। তবে এই কবিতাটা কেন জানি আমার অনেক ভালো লাগে।

জীবনের হাজারো জটিলতা থেকে অনেক দুরে,শান্ত একটা গ্রাম,তার নিস্তব্ধ জীবন………… ভালো থেকো ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা ভালো থেকো পাখি সবুজ পাতারা। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো ভালো থেকো পাতা, নিশির শিশির ভালো থেকো জল, নদীটির তীর। ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো ভালো থেকো কাক কুহুকের ডাক, ভালো থেকো ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ ভালো থেকো লাউ, কুমড়োর হাসি। ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো ভালো থেকো রোদ, মাঘের কোকিল ভালো থেকো বক আড়িয়ল বিল।

ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো । হুমায়ূন আজাদ। মন কেবলই ছুটে যায় সেই বিস্তীর্ণ সবুজ মাঠ, নদী, অন্তহীন নীলাকাশে। জীবনটা কী একটা ফ্রেমে বন্দী রাখার জিনিস?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।