বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......
বিশ্ব নারী দিবস। আপুরা বেশ ঘটা করেই দিনটি পালন করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে নারীর থেকে নরকে বেশি আগ্রহী হতে দেখা যায় এই দিনটিকে ঘিরে। এটা অবশ্য আমাদের সহযোগিতার মনোভাব প্রকাশ করে থাকে। যাই হোক, যত দিন গড়াচ্ছে নারীরা তাদের অধিকার নিয়ে সচেতন হচ্ছে।
কিন্তু আমরা তো মনে হয় কিছুটা সুবিধাবঞ্চিত এই ক্ষেত্রে! কারন কোন নর দিবস নাই। কিছু ছবি দেখেন।
নরের সাথে নারীর সম্পর্ক প্রায়শই সঙ্ঘাতপূর্ণ। কিন্তু আমরা তো এমনটা চাই না। আমরা চাই নিচের ছবির মতন--
আমি জানি না এই নারী দিবসে ভাইয়ারা আপুদের সাথে কেমন সময় কাটান।
জানতে খুব মন চায়।
নারী দিবস এক দিনের কেন হবে? শুধু এক দিনের জন্য এটা হাইলাইট করার দরকারই বা কি?
আসলে দিবস টিবস দরকার নাই। বছরের ৩৬৫ দিনই, লিপ ইয়ার হইলে ৩৬৬ দিন নর- নারীর ২ জনেরই হোক। কারন এক জন ছাড়া যে আরেকজন অসহায়, অসম্পূর্ণ!
নারীপুরুষের পারস্পরিক মিথোজীবিতা এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করতে পারে। আমি সেই দিনের অপেক্ষায়...........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।