আমাদের কথা খুঁজে নিন

   

সাবান আর পানিতে শিশুর বৃদ্ধি!

পরিষ্কার পানি এবং সাবানের ব্যবহার পরিচ্ছন্নতার পাশাপাশি শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রেও প্রভাব ফেলে। যে শিশুরা পরিষ্কার পানি ও সাবান ব্যবহারের সুবিধা পায় তারা দ্রুত বেড়ে ওঠে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটারএইডের গবেষকেরা পানি ও সাবান ব্যবহার সংক্রান্ত এ গবেষণা চালান।গবেষণার আওতাভুক্ত দেশগুলো ছিল বাংলাদেশ, ইথিওপিয়া, নাইজেরিয়া, চিলি, গুয়াতেমালা, পাকিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও কম্বোডিয়া। এ অঞ্চলের ১০ হাজার শিশু গবেষণায় আওতায় ছিল।গবেষকেরা দাবি করেছেন, সাবান ও পরিষ্কার পানি ব্যবহারে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ০.৫ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি ঘটতে দেখা গেছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.