আমাদের কথা খুঁজে নিন

   

নারী দিবসের শুভেচ্ছা।

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

টাইটানিক সিনেমার শেষের দিকে বৃদ্ধ রোজের একটা ডায়লগ আমার খুব আছে - " A woman's heart is a deep ocean of secrets" এটা দিয়ে আসলে মেয়েরা কথা খুব গোপন রাখতে পারে এটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে তাদের সহনশীলতা।

প্রকৃতগত কারনে নারীদের থেকে আমরা শক্তিমান। ব্রেন খাটানোর খাটানোর সুযোগ হয়ত আমাদের বেশি। কিন্তু এই একটা জায়গায় সম্ভবত তারা আমাদের থেকে অনেক এগিয়ে। তাদের সহনশীলতা। সেই জন্যই তারা নারী।

প্রায় ঘুমাতে যাচ্ছিলাম। হটাৎ করে কই জানি দেখলাম আজ নাকি নারী দিবস। দেখি এই ব্যাপারে কয় লাইন লেখা যায়। "নারী" নামটা শুনলেই আমার মনে পড়ে ছোটবেলায় হুমায়ুন আজাদের একটা বইয়ের কথা যেটা পরা আমার জন্য নিষেধ ছিল। পরিবারের ছোট যে তার জন্য নিষেধ সব থেকে বেশি হয়।

কারন তার মা তার জন্য কিছু নিষেধ করবেন। তার বাবা কিছু করবেন। তার বড়বোন কিছু করবেন। "নারী" নামক বইটি করা পাহাড়ায় রাখা হত কিন্তু আমার সেটা পড়া চাইই চাই। যাক সেই ঘটনা বাদ দেই।

নারী দিবসে ফিরে আসি। নারী শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ এ নিয়ে বিতর্ক চিরদিনের। কবি নজরুল অবশ্য বলেছেন দুই সাইডেই সমান। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর। আমার মতে এর বিপরীত দৃশ্যটাও সঠিক।

বিশ্বে যা কিছু মহান ধ্বংস চির অকল্যানকর,অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। তবে তাতেও নারী পুরুষ সমান সমানেই থাকে। গোলডা মেইর নামে ইসরাইলের এক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি শিক্ষকও ছিলেন। তিনি বলেছিলেন " Whether women are better than men I cannot say but I can say they are certainly no worse." শেষের লাইনের মানে হল মেয়েরা কখনই ছেলেদের থেকে খারাপ না।

আজকের নারী দিবসে আমি তার কথা মেনে নিলাম। নারী নিয়ে গান আছে অনেক। আইয়ুব বাচ্চু বলেছেন, মেয়ে তুমি কি দুঃখ চিন, চিন না তবে চিনবে কেমন করে এই আমাকে। তপু ভাই বলেছেন, মেয়ে তুমি এখনও আমায় গে ভাব কি। দুঃখিত গে না।

মেয়ে তুমি এখনও আমায় বন্ধু ভাব কি। নাকি ভেবেছিলে তার থেকেও একটু খানি বেশি। নারী নিয়ে সব থেকে বেশি যে অভিযোগ পুরুষদের সেটা হল নারী ছলনাময়ী। আসল ব্যাপারটা হল নারী অনেক বেশি সাবধানি। প্রকৃতগত ভাবে তারা এরকম।

নিজেদের নিরাপত্তাটা তাদের সবার আগে চিন্তা করতে হয়। মানুষ ভাল খারাপ দুটি নিয়েই। পৃথিবীতে যেমন অনেক খারাপ পুরুষ মানুষ আছে তেমনি অনেক খারাপ মেয়েমানুষও হয়ত আছে, তবে একটা ব্যাপার নিশ্চিত হয়ে বলতে পারি পৃথিবীতে খারাপ মা একটিও নেই। মেয়েরা হল মায়ের জাত। কাজেই তারা শ্রদ্ধার পাত্র।

আজকের নারী দিবসে সবাইকে শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.